আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ১৫ শিশু নিহত
পোস্ট ডেস্ক : আফগানিস্তানের গাজনি প্রদেশে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন শিশু নিহত হয়েছে। তারা একটি ভবনে পবিত্র কুরআন তেলাওয়াতের জন্য জড়ো হয়েছিল।
আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা বলছেন, স্থানীয় সময় শুক্রবার বিস্ফোরক বোঝাই একটি মোটরবাইক ধর্মীয় জমায়েতের পাশে বিস্ফোরিত হলে হতাহতের ঘটনাটি ঘটে।
শুক্রবার নিয়মিতভাবে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। গতকাল শুক্রবার বরাবরের মতোই শিশুরা সেখানে উপস্থিত হয়েছিল। এরপর বিস্ফোরণের ঘটনা ঘটে।
গাজনি প্রদেশ গভর্নরের মুখপাত্র ওয়াহেদুল্লাহ জুমাজাদা বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে ১৫ জনের মৃত্যু হয়েছে, তাদের সবাই শিশু। আরো ২০ জন আহত হয়েছে। আহতদের অনেকেই শিশু।