প্রিন্স উইলিয়ামের বন্ধুর সঙ্গে শারাপোভার বাগদান

Published: 19 December 2020

পোস্ট ডেস্ক : রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভা টেনিস ছেড়েছেন ১০ মাস হয়ে গেল। এবার জীবনসঙ্গী বেছে নিতে চলেছেন তিনি।


বাগদান সেরেছেন টেনিসের এই সুদর্শিনী। দীর্ঘদিনের বন্ধু আলেক্সান্দার গিলকসকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।

নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দুজনেই জানালেন সে কথা।

এরপর থেকেই শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছেন এই জুটি।

শারাপোভার হবু স্বামী আলেক্সান্দার গিলকস ব্রিটেনের বেশ নামকরা ব্যবসায়ী। যিনি ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়ামের বন্ধু।

অনলাইন নিলাম কোম্পানি প্যাডল ৮-এরও সহ-প্রতিষ্ঠাতা গিলকস। ইটন কলেজে ছাত্রাবস্থায় প্রিন্স উইলিয়ামের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন তিনি।

২০১৮ সাল থেকে গিলকসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শারাপোভা। সেই প্রেমকে পরিণতি দিতে চলেছেন ৩৩ বছর বয়সী এই সাবেক তারকা।

অবশ্য এটাই প্রথম প্রেম নয় শারাপোভার। গিলকসের আগে আরও তিনজনের সঙ্গে সম্পর্ক গড়েছিলেন তিনি।

টেনিস তারকা গ্রিগর দিমিত্রভ ও পরে মেরুন ফাইভ ব্যান্ডের মূল গায়ক অ্যাডাম লিভাইনের সঙ্গেও সম্পর্ক ছিল শারাপোভার।

লস অ্যাঞ্জেলেস লেকার্সের শুটিং গার্ড সাশা ভুয়াচিচের সঙ্গে বাগদানও সেরে ফেলেছিলেন তিনি। যদিও সেই সম্পর্ক ভেঙে যায়।

আর শারাপোভাই গিলকসের প্রথম স্ত্রী হচ্ছেন না। এর আগে ডিজাইনার মিশা নোনুকে বিয়ে করেছিলেন গিলকস। ১৩ বছর দাম্পত্য জীবন পার করে বিচ্ছেদ ঘটে মিশা ও গিলকসের।

উইম্বলডন জয় দিয়ে যাত্রা শুরু হয় রাশিয়ান তারকা মারিয়া শারাপোভার। মোট পাঁচটি গ্র্যান্ড স্লাম জিতেছেন এই সুন্দরী।