পৌরসভা নির্বাচন
ছাতকে আ.লীগের কালাম, বিএনপি প্রার্থী ন্যান্সি
ছাতক সংবাদদাতা : ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান (মহিলা) রাশিদা বেগম ন্যান্সি। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ মিলন।
এদিকে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী। গতকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
ছাতক পৌরসভায় টানা ৩ বার নির্বাচিত হয়েছেন আবুল কালাম চৌধুরী। ২০০৪ সালের পৌর নির্বাচনে তিনি প্রথমবারের মতো ছাতা প্রতীক নিয়ে পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্বে ছিলেন ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত। ২০১১ সালের নির্বাচনে আবুল কালাম চৌধুরী কাপ-পিরিচ প্রতীক নিয়ে পৌরসভার মেয়র নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করেন ২০১৬ সালের ৮ ফেব্রুয়ারী পর্যন্ত। পরবর্তী ২০১৬ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে তিনি বিজয়ী হয়েছেন।
এ পৌরসভায় একবার পৌর চেয়ারম্যান, দু’বার মেয়র নির্বাচিত হয়েছেন আবুল কালাম চৌধুরী। বর্তমানেও পৌর মেয়রের দায়িত্বে রয়েছেন তিনি। ছাতক পৌরসভার টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও মেয়র আবুল কালাম চৌধুরী শহরের বাগবাড়ী এলাকার বাসিন্দা।
অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী রাশিদা বেগম ন্যান্সি ছাতক পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রজনু আহেমদের সহধর্মিণী এবং ছাতকের বিশিষ্ট শালিশ ব্যাক্তিত্ব সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের মেয়ে। শহরের বাগবাড়ী এলাকার বাসিন্দা ন্যান্সি নিজেও নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে কাজ করেছেন।
উল্লেখ্য,৩ ডিসেম্বর নির্বাচন কমিশন সারাদেশে দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী ৬১টি পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি।