মেসির রেকর্ড, বার্সার হোঁচট

Published: 19 December 2020

পোস্ট ডেস্ক : এগিয়ে গিয়েও জিততে পারল না বার্সেলোনা। লা লিগায় বার্সা ও ভ্যালেন্সিয়ার খেলা ২-২ গোলে শেষ হল। এতে লা লিগায় আবারও পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা।


তবে এই ম্যাচে গোল করে নতুন রেকর্ড করে নেন মেসি। বার্সেলোনার হয়ে ৬৪৩ গোল করে এক ক্লাবের হয়ে পেলের গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন এই ফুটবল যাদুকর। সান্তোসের হয়ে একই কীর্তি গড়েছিলেন পেলে।
বার্সেলোনায় চাইলেও আর প্রাণ খুলে হাসতে পারেন না লিওনেল মেসি। যে ক্লাবের মাঠ নিজ বাড়ির উঠোনের মতো, তার ঘাসেই যেনো অপরিচিত গন্ধ। সঙ্গ দিতে ব্যর্থ গ্রিজম্যানরাও। ডিফেন্সও ছিলো নড়বড়ে। গোলপোস্টে ব্যস্ত সময় কেটেছে স্টেইগেনের। ২৯ মিনিটে আর পারেননি, সেট পিস থেকে গোল হজম করে বার্সা।

প্রতিপক্ষের ডি-বক্সে পুরনো ম্যাজিক ট্রিকগুলোই নিখুঁতভাবে করতে সংগ্রাম করতে হচ্ছে আর্জেন্টাইন তারকাকে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রথমার্ধে পাওয়া পেনাল্টিটাও মিস করেছেন। তবে, ফিরতি শটে মাথা ছুঁইয়ে গোল আদায় করে নিয়েছেন। আর এতেই বার্সেলোনার জার্সি গায়ে ৬৪৩ গোলের মালিক হন মেসি। সান্তোসের হয়ে একই কীর্তি গড়েছিলেন পেলে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরাউজোর দারুণ গোলে লিড পায় কাতালানরা। তবে, পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার আশা ভঙ্গ হয় ৬৯ মিনিটে। গোমেজের গোলে সমতায় ফেরে ভ্যালেন্সিয়া।