বিয়ানীবাজারে ভারতীয় মদ গাজা ইয়াবাসহ আটক ২

Published: 20 December 2020

সিলেট অফিস : সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিদেশী অফিসার্স চয়েজ মদ, গাঁজা, ইয়াবাসহ ২ ব্যক্তিকে আটক করেছে ।

শনিবার  (১৯ই ডিসেম্বর ২০২০খ্রি:) রাতে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালে চালিয়ে বিয়ানীবাজার  থানার এসআই মোঃ জাফর আলম এর  নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার পশ্চিম নিদনপুর গ্রাম থেকে ১০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ ও ১০০ গ্রাম গাঁজা সহ শফিকুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। ধৃত আসামি মোল্লাপুর ইউনিয়নের পশ্চিম নিদনপুর গ্রামের মৃত হারিছ আলীর  পুত্র। অপরদিকে পৃথক অভিযানে বিয়ানীবাজার এসআই মো: শাহ আলম ভূইয়ার নেতৃত্বে উপজেলার কাঁচাটুল গ্রামে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা সহ আব্দুল কুদ্দুছ @ জেমস কুদ্দুছকে (৩৭)  আটক করে। আটক আসামী বিয়ানীবাজার উপজেলার  কাচাঁটুল গ্রামের চান্দ আলীর পুত্র।

ভারতীয় অফিসার্স চয়েজ মদ, গাঁজা, ইয়াবাসহ ২ জন আসামী আটকের সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, বিয়ানীবাজার উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১০ বোতল ভারতীয় অফিসার্স মদ, ১০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ  মাদক ব্যবসায়ী  শফিকুর রহমান ও আব্দুল কুদ্দুছকে আটক করা হয়। থানা এলাকায় অপরাধ প্রবণতা যাহাতে বৃদ্ধি না পায় সে জন্য পুলিশি টহল জোরদার করা হয়েছে।