ব্রিটেনের সাথে নেদারল্যান্ডসের বিমান যোগাযোগ নিষিদ্ধ

Published: 20 December 2020

পোস্ট ডেস্ক : করোনা ভাইরাস সংক্রমণ তীব্র হওয়ার প্রেক্ষাপটে ব্রিটেনের থেকে যাত্রীবাহী ফ্লাইট নিষিদ্ধ করেছে নেদারল্যান্ডস।

আজ রোববার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা। চলবে ১লা জানুয়ারি পর্যন্ত। নেদারল্যান্ডস সরকার আজ রোববার সকালে এক বিবৃতিতে এ কথা বলেছে। এতে আরো বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির দিকে নজর রাখছে নেদারল্যান্ডস সরকার। প্রয়োজনে অন্যান্য পরিবহন ব্যবস্থার বিরুদ্ধেও বাড়তি ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছে তারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নেদারল্যান্ডস বলেছে, ডিসেম্বরের শুরুতে তাদের দেশে করোনা ভাইরাসের যে নমুনা পাওয়া গেছে, তার প্রকৃতি ব্রিটিশ করোনা ভাইরাসের মতোই।

তাই নেদারল্যান্ডস সরকার করোনা ভাইরাস রোধ করতে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ঘোষণা দিয়েছে, অত্যাবশ্যকীয় না হলে সফরে বের না হতে। এর আগে শনিবার দিবাগত মধ্য রাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে সর্বোচ্চ সতর্কীকরণ টিয়ার-৪ ঘোষণা করেন।