দক্ষিণ সুরমায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেট অফিস : দক্ষিণ সুরমার রশিদপুরে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের ।
হতভাগা যুবকের নাম মাসুম আহমদ তারেক (৩০)। সিলেট-ঢাকা মহাসড়কের বেলা ২টায় এঘটনা ঘটে। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) বি এম আশরাফ উল্যাহ তাহের।
স্থানীয় সূত্র জানায়, আজ (রোববার) বেলা ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এসএমপি এলাকার রশিদপুর বাজাওে মোটরসাইকেল আরোহী মাসুম আহমদ তারেততে চাপা দেয় একটি বাস। গুরুতর আহত অবস্থায় মাসুমকে উদ্ধার পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাপসাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। মাসুমের বাড়ি স্থানীয় গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দৌলতপুর গ্রামে।