স্ত্রীকে ধর্মান্তরিত করার চেষ্টা!
পোস্ট ডেস্ক : ধর্মান্তরিত হওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে- এমন অভিযোগ এর আগেও করেছিলেন প্রয়াত সংগীত পরিচালক ওয়াজিদ খানের স্ত্রী। আবার অভিযোগ করলেন কমলরুখ খান। ওয়াজিদ তাঁকে বিবাহবিচ্ছেদের হুমকি দিতেন বলেও অভিযোগ এনেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কমলরুখ বলেন, ওয়াজিদ খান একজন ভীষণ ভালো মানুষ, প্রতিভাবান সংগীতশিল্পী। ওর সমস্যা হলো নিজস্ব কোনো মতামত নেই, ও সহজেই অন্যের কথায় প্রভাবিত হতো, সহজেই কাউকে বিশ্বাস করে ফেলত। আমাদের দুই সন্তান থাকার পরও আমাদের মধ্যে প্রচণ্ড ঝগড়া হতো। রাত-দিন, যেকোনো সময় ঝামেলা লেগেই থাকত। আর এই ঝগড়ার অন্যতম কারণ, আমি ধর্ম পরিবর্তন করতে রাজি হইনি। যে কারণে ও বিবাহবিচ্ছেদের হুমকি দিত।
কমলরুখ আরো বলেন, মাঝেমধ্যেই ওয়াজিদ তার মায়ের কাছে গিয়ে থাকত। শেষ পর্যন্ত ও ধর্মান্তরিত হওয়ার চাপ দিলে আমি আদালতে মামলা দায়ের করি। ওয়াজিদের ক্যারিয়ারের ক্ষতি হতে পারে, এই ভেবে আমি কখনো এই কথাগুলো প্রকাশ্যে আনিনি। তবে বিষয়গুলো ২০১৪ সাল থেকে আমাদের মধ্যে চলছে। শেষ কয়েকটা দিন ও খুব কষ্ট পেয়েছে। করোনার কারণে ও পরিবারের সঙ্গে দেখাও করতে পারেনি।
প্রসংগত, গত নভেম্বরে প্রথম ওয়াজিদের পরিবারের বিরুদ্ধে প্রথমবার মুখ খোলেন। সে সময়ই প্রথন কমলরুখ খান ওয়াজিদ খানের পরিবারের বিরুদ্ধে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়ার অভিযোগ আনেন। সে সময় কমলরুখ জানিয়েছিলেন, কলেজে পড়ার সময় থেকেই প্রয়াত সংগীত পরিচালক ওয়াজিদ খানের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়।
১০ বছর আগে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে তাঁদের বিয়ে হয়। তিনি পার্সি আর ওয়াজিদ মুসলিম ছিলেন। বিয়ের পরও তাঁরা নিজ নিজ ধর্মে থাকবেন- এই মর্মেই তাঁদের বিয়ে হয়েছিল।