চা কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে সরকার আন্তরিক -পরিবেশমন্ত্রী
আব্দুর রব, বড়লেখা : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শিল্পের শ্রমিক- কর্মচারীরের বেতন বৃদ্ধির জন্য মজুরি কমিশন গঠন করেছেন, যাহাতে শ্রমিক-কর্মচারীরা ন্যায্য মজুরি থেকে যেন বঞ্চিত না হন। সেই লক্ষে বিভিন্ন শিল্প সেক্টরের এবং কৃষি শ্রমিকদের মজুরি ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে।
চা কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রেও সরকার যতেষ্ট সচেষ্ট রয়েছে। তিনি বাগান কর্তৃপক্ষকে সরকারের শ্রম অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এমপি, রোববার বিকেলে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের জুড়ি অঞ্চল কর্তৃক আয়োজিত ৫৬তম আঞ্চলিক বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়াল সংযোগে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
টি এস্টেট স্টাফ এসোসিয়েশন জুড়ি অঞ্চলের সভাপতি গঙ্গেশ রঞ্জন দেব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মাহবুব রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, এসোসিয়েশনের লংলা অঞ্চলের সভাপতি কংকন জ্যোতি ভট্টাচার্য, অমর কর্মকার, এমএ মতিন প্রমুখ।