যশোরে সন্ত্রাসীর হাতে সন্ত্রাসী খুন
পোস্ট ডেস্ক : যশোরে আমিনুর রহমান বিষে (৪৫) নামে এক সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ সোমবার বিকেলে শহরতলির আরবপুর এলাকায় এ ঘটে।
নিহত বিষে আরবপুর এলাকার আব্দুল মালেকের ছেলে। নিহতের লাশ যশোর যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। নিহত বিষের নামে অস্ত্রসহ ৯টি মামলা রয়েছে বলে জানা গেছে।
নিহতের ভায়রা ভাই নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, বিষে ঘের ব্যবসায়ী। দুপুরে সে এলাকার আসলামের হোটেলে খাবার খাচ্ছিল। এ সময় ভেকুটিয়া গ্রামের সাগরসহ ৩ সন্ত্রাসী বিষেকে এলোপাতাড়ি কোপায়। পরে খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের চিকিৎসক দীপ্তি চক্রবর্তী জানান, নিহতের বুকে-পেটেসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রচুর রক্তক্ষরণের কারণে বিকেলে ৪টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। কোতোয়ালি থানার ওসি বলেন, বিষে নামে একজনকে ছুরিঘাতের ঘটনা শুনেছি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের জন্য একাধিক টিম কাজ করছে। নিহত বিষের নামে ৯টি মামলা আছে। অভিযুক্ত সাগর আর নিহত বিষে একসঙ্গেই চলত।