জগন্নাথপুর রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে ১৩ সদস্য বিশিষ্ট রিপোর্টার্স ইউনিটির ২ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
২০ ডিসেম্বর সাপ্তাহিক জগন্নাথপুরের আলো পত্রিকা অফিসে রিপোর্টার্স ইউনিটি এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি নির্বাচিত হন আমিনুর রহমান জিলু (জাতীয় দৈনিক এশিয়া বাণী জগন্নাথপুর প্রতিনিধি) । সহ সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন ( স্টাফ রিপোর্টার বিজয়ের কন্ঠ ) সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন খান (চ্যানেল এস), সহ সাধারণ সম্পাদক হোসাইন জাকির ( দৈনিক বিজয়ের কন্ঠ) , সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ তালুকদার স্টাফ রিপোর্টার (সাপ্তাহিক জগন্নাথপুরের আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদ সাজু মিয়া (সাপ্তাহিক জগন্নাথপুরের আলো),
নির্বাহী সদস্য: মারুফ রানা ( বার্তা সম্পাদক দেশপ্রান্ত) নিকেশ বৈদ্য (জাতীয় দৈনিক আমার সংবাদ) সীমা পুরকায়স্থ ( স্টাফ রিপোর্টার দৈনিক সিলেটের হালচাল) সোনিয়া বেগম স্টাফ রিপোর্টার (সাপ্তাহিক জগন্নাথপুরের আলো) আয়শা আক্তার জনি( জাতীয় দৈনিক মাতৃজগত) ।
আলোচনা সভায় জগন্নাথপুর সিনিয়র সাংবাদিক ডাক্তার নয়ন রায়,(দৈনিক আমাদের কন্ঠ) মীরজাহান মিজান (দৈনিক সংবাদ) উপদেষ্টা নির্বাচন করা হয়।
কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মের সাংবাদিকেরা জগন্নাথপুরের উন্নয়নে কাজ করবে। জগন্নাথপুর উপজেলাকে তাঁরা মাদকমুক্ত ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবেন।