ব্রিটেনে খাদ্য সংকটের আশঙ্কা

Published: 22 December 2020

পোস্ট ডেস্ক : ব্রিটেনে করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে।

সর্বত্র বিরাজ করছে আতংক। লন্ডন শহরের পর এবার নতুন ভাইরাস দেশের অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে। নতুন ভাইরাস স্ট্রেইন শনাক্ত হওয়ার খবরে বিশ্বজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশ ব্রিটেনের সাথে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। যার ফলে দেশটিতে খাদ্য সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিবেশি দেশ ফ্রান্স আকাশ পথের পাশাপাশি সড়ক পথ বন্ধ করে দেয়ায় এমন আশঙ্কা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় ফ্রান্স ও ব্রিটেনে সীমান্তে হাজার হাজার পণ্যবাহী লরি আটকা পড়েছে। লরি বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে সীমান্তে। লরিতে থাকা কাঁচামাল নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এদিকে,দেশের জাতীয় সংকটে সোমবার প্রধানমন্ত্রী বরিস জনসন মন্ত্রী,আর্মি অফিসার,পুলিশের কর্মকর্তা,বিজ্ঞানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন (কোব্রা মিটিং)। বড়দিনে দেশে মহা খাদ্য সংকট দেখা দিতে পারে এমন আভাস পেয়েই তিনি বৈঠকে বসেন। পরে তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রনের সাথে টেলিফোনে কথা বলেন। উভয় নেতা জাতীয় এই সংকট থেকে যত দ্রুত বেরিয়ে আশা যায় তাই করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।এরপর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে খাদ্য সংকট এড়াতে সব ধরণের প্রস্তুতি চলছে।