ফাইজারের কোভিড ভ্যাকসিনের ডোজ নিলেন বাইডেন

Published: 22 December 2020

পোস্ট ডেস্ক : জনমনে কোভিড ভ্যাকসিন নিয়ে ভীতি দূর করতে কথা দিয়েছিলেন, সবার সামনে টিকা নেবেন।

সেই প্রতিশ্রুতি রাখলেন প্রেসিডেন্ট-নির্বাচিত জো বাইডেন। ফাইজারের কোভিড ভ্যাকসিনের ডোজ নিলেন প্রকাশ্যেই। টিভিতে লাইভ সম্প্রচারও হল। পরে সংবাদিকদের মুখোমুখি হয়ে বাইডেন মার্কিনীদের উদ্দেশে ভরসা জুগিয়ে বললেন, ‘চিন্তার কোনও কারণই নেই। টিকা নিয়ে ভালো আছি।’

টাইমস অফ ইন্ডিয়ার খবরে প্রকাশিত করোনায় সব থেকে ক্ষতিগ্রস্ত যে দেশটি, তার নাম আমেরিকা। সংক্রমণ ও মৃত্যুতে বাকি দেশগুলিকে পেছনে ফেলে শীর্ষে রয়েছে। এক কোটি ৮৪ লক্ষের ওপর করোনা আক্রান্ত।

৩ লক্ষ ২৬ হাজারের ওপর মৃত্যু। ফলে, ভ্যাকসিন কবে আসবে তা নিয়ে গোটা বিশ্বের মতো মার্কিন নাগরিকরাও উদগ্রীব ছিলেন। কিন্তু, যে তাড়াহুড়োর সঙ্গে ভ্যাকসিন এসেছে, তাতে অনেকেই পার্শ্বপ্রতিক্রিয়ার কথা ভেবে ভ্যাকসিন নিতে আনাগ্রহ প্রকাশ করেন। মার্কিনীরা যাতে নিজেদের গিনিপিগ না মনে করেন সে কারণেই ৭৮ বছর বয়সী বাইডেন ঘোষণা করেছিলেন তিনি সর্বসমক্ষে টিকা নেবেন।

আমেরিকায় প্রথম টিকাকরণ শুরু করেছে ফাইজার-বায়োএনটেক। গত সপ্তাহ থেকেই হোয়াইট হাউসের হাই-প্রোফাইল কর্তাব্যক্তিদের টিকা দেয়া চলছে। সস্ত্রীক টিকা নিয়েছেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। একইসঙ্গে টিকা নিয়েছেন সার্জন জেনারেল জেরম অ্যাডামস। বাইডেনের স্ত্রী, বর্তমানে আমেরিকার ফার্স্ট লেডিও ইতিমধ্যে টিকা নিয়েছেন। মার্কিন ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন জানিয়েছে, ডিসেম্বরের মধ্যেই আমেরিকায় প্রায় ২ কোটি মানুষকে টিকার ডোজ দেয়া হবে। সবচেয়ে আগে বয়স্ক ও কো-মর্বিডিটির রোগীদের টিকা দেয়া হচ্ছে। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন অগ্রাধিকারের তালিকায়। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ঘনিষ্ঠদেরও টিকা দেয়া হবে। তাছাড়া হোয়াইট হাউসের কিছু স্টাফ থাকছেন টিকার অগ্রাধিকারের তালিকায়। মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড টিকা বিতরণের দায়িত্বে রয়েছে সে দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি এন্ড ইনফেকশাস ডিজিজ। কতজনকে টিকা দেয়া হবে, টিকার বণ্টন হবে কোন কোন রাজ্যে, সবটাই ঠিক করছেন মার্কিন এপিডেমোলজিস্ট ও এনআইএআইডির ডিরেক্টর ডক্টর অ্যান্থনি ফৌজি।

বাইডেন জানিয়েছেন, তার শরীর-স্বাস্থ্য খতিয়ে দেখেই টিকা নেয়ার অনুমতি দিয়েছেন ফৌজি। টিকা সুরক্ষিত বলেও দাবি করেছেন বাইডেন। প্রকাশ্যে করোনা টিকা নিতে আগ্রহ দেখিয়েছেন তিন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ বুশ ও বারাক ওবামা। তিন জনেই জানিয়েছেন, প্রকাশ্যে করোনার টিকা নিতে তাদের কোনও আপত্তি নেই। বরং সকলের সামনে টিকা নিয়ে দেশবাসীকে উৎসাহিত করতে চান তারা। এদিকে, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে টিকা নেবেন, তা নিয়েও জনমনে কৌতূহল তৈরি হয়েছে। ট্রাম্প এমনিতেই বেপরোয়া। প্রাণঘাতী এই ভাইরাসকে গুরুত্ব না দিয়ে দীর্ঘ সময় পর্যন্ত মুখে মুখোশও পরেননি। তাই তিনি টিকা নেন নাকি এড়িয়ে যান, সেদিকে অনেকেরই লক্ষ্য থাকবে।