দেশে দুই বছরে কর্তব্যরত অবস্থায় ৭২ পুলিশ সদস্যের মৃত্যু
বিশেষ সংবাদদাতা, ঢাকা : ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্তব্যরত অবস্থায় দুই বছরে প্রাণ হারিয়েছেন ৭২ জন পুলিশ সদস্য। এদের মধ্যে ২০১৯ সালে ২৭ জন এবং চলতি বছরে ৪৫ জন মারা গেছেন।
মহামারী করোনাভাইরাসের কারণে এ বছর পুলিশে মৃত্যুর সংখ্যা বেশি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যারা মারা গেছেন তাদের বেশিরভাগই ছিল পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি।
আশা-ভরসার অবলম্বন হারিয়ে পরিবারের সদস্যরা দিশেহারা। কারও কারও স্ত্রীর উপার্জনে চলছে সংসার। স্বামীর স্বপ্ন বাস্তবায়নে সংসারের হাল ধরেছেন তাদের স্ত্রীরা।
ডিএমপি সদর দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছর কর্তব্যরত অবস্থায় যারা মারা গেছেন তারা হলেন পুলিশ পরিদর্শক রাজু আহম্মেদ, রফিকুল ইসলাম, এসআই এসএম মুকুল মিয়া, রাজিবুল ইসলাম, বজলুর রহমান, রফিকুল ইসলাম, এএসআই জাহাঙ্গীর আলম, নূরুল আলম মজুমদার, কামাল হোসেন, নায়েক আবদুস ছালাম, আল মামুন রশীদ, গোপী চন্দ্র দেবনাথ, কনস্টেবল ইসমাইল হোসেন, কামরুল ইসলাম, ফারুক হোসেন, হারুন অর রশিদ, আনিছুজ্জামান, জসিম উদ্দিন, জালাল উদ্দিন খোকা, আবদুল খালেক, এনামুল হক, আসলাম আলী, আলমগীর হোসেন, আবুল হোসেন আজাদ, আবদুল্লাহ আল মামুন, তৌহিদুল ইসলাম, কাশেম আলী, সিরাজুল ইসলাম, সায়ফুল আলম, কাজী মো. মহসীন, তাজুল ইসলাম, বেলাল হোসেন, নূরে আলম সিদ্দিকী, শেখ টিপু সুলতান, জুলফিকার আলী, মঞ্জুর রহমান, কোরবান আলী, আবদুস সোবহান, অফিস সহকারী কাম কমিম্পউটার অপারেটর নীরোদ চন্দ্র মণ্ডল এবং উচ্চমান সহকারী তরুণ চন্দ্র সরকার।
২০১৯ সালে যারা কর্তব্যরত অবস্থায় প্রাণ হারিয়েছেন তারা হলেন, শিক্ষানবিশ সার্জেন্ট আসাদুজ্জামান রাজু, টিএসআই নুরুল ইসলাম, এএসআই মোজাম্মেল হক রুবেল, সাখাওয়াত হোসেন, ইমতিয়াজ আহম্মেদ, খায়রুল আলম, নজরুল ইসলাম, দুলাল ওয়াদুদ প্রামাণিক, সহিষ (ঘোড়া চালক) রফিকুল ইসলাম, নায়েক শহিদুল ইসলাম, রিয়াজুল আলম, কনস্টেবল মজিবুর রহমান, শহিদ মিয়া, আবদুর রহিম, এনামুল হক সরদার, রকিবুল হাসান, কাজী শরীফ, আজিজুল হক, আবুল কাশেম, নুর মোহাম্মদ রহমান, শ্রী রবীন্দ্রনাথ মণ্ডল, আবদুল কাদের, আবু জামাল, শহিদুল ইসলাম, মামুন মিয়া এবং সেহায়েত হোসেন শেখ।