সিলেটে চলছে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট
সিলেট অফিস : সিলেটে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে।
জেলার পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পাথর ব্যবসায়ী ও পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে।
সিলেটের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল থেকে ব্যারিকেড দিয়ে পিকেটিং করতে দেখা যায় পরিবহনের মালিক-শ্রমিকদের।
দূরপাল্লার যানবাহন এবং সেইসঙ্গে সিএনজি অটোরিকশারও ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে। গ্রিল লাগানো বাতিল দাবিতে গতকাল সোমবার (২১ ডিসেম্বর) থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটে রয়েছে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। ফলে কার্যত অচল হয়ে পড়েছে সিলেট।