বড়লেখা পৌরসভা নির্বাচন
বিধিবহির্ভূত প্রচারণা ৫ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা পৌরসভা নির্বাচনে দেয়ালে পোষ্টার লাগিয়ে বিধিবহির্ভূতভাবে নির্বাচনী প্রচারণার দায়ে মঙ্গলবার বিকেলে সংরক্ষিত আসনের ৩ জন মহিলা প্রার্থীসহ ৫ কাউন্সিলর প্রার্থীকে ১১ হাজার ৫শ টাকা জরিমানা করেছে নির্বাচন আচরণবিধি প্রতিপালন মনিটরিং ও নিশ্চিতকরনে পরিচালিত মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।
এসময় উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্ণিং অফিসার সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাচন মনিটরিং টিমের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন ৫ জন কাউন্সিলর প্রার্থীকে অর্থদন্ড প্রদানের সত্যতা স্বীকার করে জানান, ইতোপূর্বে অর্থদন্ড প্রদানকারী যেসব প্রার্থী এখনো সংশোধন করেননি, তাদেরকে আবারো সতর্ক করার জন্য উপজেলা নির্বাচন অফিসারকে বলা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারী প্রার্থীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।