দেশে গণতন্ত্র নেই-রাষ্ট্রপতিকে রাহুল

Published: 24 December 2020

পোস্ট ডেস্ক : কৃষিবিল প্রত্যাহারের দাবি জানিয়ে দু কোটি কৃষকের সই সম্বলিত স্মারকপত্র রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এর হাতে তুলে দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বললেন, দেশে গণতন্ত্র নেই।

তিনি বলেন, গণতন্ত্র আছে বলে স্বপ্ন দেখা যেতে পারে কিন্তু বাস্তবে এর অস্তিত্ব নেই। আজ বিজয় চক থেকে মিছিল নিয়ে কংগ্রেস নেতারা রাষ্ট্রপতি ভবন অভিমুখে যাচ্ছিলেন। কিন্তু, রাইসিনা হিলস এর অনেক আগেই পুলিশ মিছিলের গতি রোধ করে। প্রিয়াঙ্কা গান্ধী সহ বহু কংগ্রেস নেতাকে আটকে দেওয়া হয়। রাষ্ট্রপতি ভবনে যাওয়ার অনুমতি পান রাহুল গান্ধী, গুলাম নবি আজাদ ও অধীর রঞ্জন চৌধুরী। ক্ষুব্ধ প্রিয়াঙ্কা গান্ধী বলেন, কৃষক আন্দোলন মোদি সরকার এতটাই স্পর্শকাতর যে কংগ্রেসের শান্তিপূর্ণ পদযাত্রাও আটকাতে হল পুলিশ দিয়ে।