জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার

Published: 24 December 2020

জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মাদক ও মারামারি মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।


বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তাদেরকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সালদিঘা গ্রামের বাবরু মিয়ার ছেলে হিরন মিয়া (৩৫) ও একই গ্রামের মৃত টঘু মিয়ার ছেলে জমির মিয়া (৪০)
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে সালদিঘা গ্রামে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।