বাণিজ্য চুক্তিতে ব্রিটেন-ইইউ ঐক্যমত

Published: 24 December 2020

পোস্ট ডেস্ক : কয়েক মাস ধরে মতপার্থক্যের পর অবশেষে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বাসভবন ১০ ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে-আমরা ব্রেক্সিট সম্পন্ন করেছি। আমাদের সামনে এখন যে চমৎকার সুযোগ তার পূর্ণাঙ্গ সুবিধা আমরা ব্যবহার করতে পারি। কিছুক্ষণ পর এই চুক্তির নিশ্চয়তা ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করার কথা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। এই চুক্তিকে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লিয়েন একটি সুষ্ঠু এবং ভারসাম্যপূর্ণ চুক্তি বলে অভিহিত করেছেন। তিনি ব্রাসেলসে সংবাদ সম্মেলন করে বলেছেন, দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা ভাল একটি চুক্তিতে পৌঁছেছি। তিনি আরো বলেন, এখন সময় পৃষ্ঠা উঠে দিয়ে ভবিষ্যতের দিকে তাকানো। আমরা দেখতে চাই ব্রিটেন আমাদের আস্থার একটি অংশীদার হয়ে আছে।

ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন আমাদের অভিন্ন বৈশ্বিক লক্ষ্যে কাঁধে কাঁধ রেখে পাশাপাশি অবস্থান করবে।