সিনোভ্যাকের ভ্যাকসিন ৯১ ভাগ কার্যকর

Published: 25 December 2020

পোস্ট ডেস্ক : চীনের ভ্যাকসিন উদ্ভাবনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাকের ভ্যাকসিন শতকরা ৯১ ভাগ কার্যকরি। তুরস্কের কর্মকর্তারা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

চীনের বাইরে সিনোভ্যাক যেসব দেশে তাদের ভ্যাকসিনের পরীক্ষা চালাচ্ছিল তারমধ্যে অন্যতম তুরস্ক। সেখানকার স্বেচ্ছাসেবকদের দেহে সিনোভ্যাকের ভ্যাকসিন প্রবেশের পর প্রাপ্ত তথ্যমতে এই ভ্যাকসিন ৯১.২৫ ভাগ কার্যকরি। এ খবর দিয়েছে নিক্কেই এশিয়া।

এ নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছে তুরস্কের কর্মকর্তারা। রাজধানী আঙ্কারায় আয়োজিত ওই সম্মেলনে উপস্থিত ছিলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোচা এবং সরকারের কোভিড-১৯ উপদেষ্টা বোর্ডের সদস্য প্রফেসর সেরহাত উনাল। তারা সেখানে তুরস্কে সিনোভ্যাকের ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। এতে উনাল জানান, আরো বড় পর্যায়ের পরীক্ষা হলে হয়ত এই ভ্যাকসিনের কার্যকরিতা আরো বেশি দেখা যেতো।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা নিশ্চিত করেই বলতে পারি চীনের ভ্যাকসিন নিরাপদ। আমরা কোনো চিন্তা ছাড়াই এই ভ্যাকসিন ব্যবহার করতে পাড়ি। তুরস্কের বাইরে ব্রাজিল ও ইন্দোনেশিয়াতেও সিনোভ্যাকের ভ্যাকসিনের ট্রায়াল শেষ পর্যায়ে রয়েছে।

এদিকে তুরস্কে দ্রুত বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণের হার। গত বৃহস্পতিবার একদিনে ১৮ হাজার জন করোনা আক্রান্ত হয়েছেন তুরস্কে। প্রাণ হারিয়েছেন ২৪৫ জন। এতে করে করোনায় দেশটিতে মৃতের সংখ্যা ১৯ হাজার ছারিয়েছে। ফলে দেশটির সরকার এখন ভ্যাকসিনের জরুরি ব্যাবহারের অনুমোদন দেয়ার কথা বিবেচনা করছে।