পৌরসভা নির্বাচন
বড়লেখায় ভোটারের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
কর্মী ও সমর্থক নিয়ে তারা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রচার-প্রচারণা। বিভিন্নস্থানে করছেন সভা-সমাবেশ। দলীয় ও সামাজিক অনুষ্ঠান কোনোটিই বাদ দিচ্ছেন না। কেন্দ্রীয় নেতারাও আ’লীগ মেয়রপ্রার্থীর প্রচারণায় নেমেছেন মাঠে। পৌরসভার উন্নয়নে নিজেদের নানা কর্ম পরিকল্পনার কথা তুলে ধরে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। পাশাপাশি দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। মেয়র প্রার্থীদের পাশাপাশি বসে নেই বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা। তারাও প্রচারণা চালাচ্ছেন সমানতালে।
জানা গেছে, প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভার ভোট গ্রহণ হবে। গত ১১ ডিসেম্বর উপজেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই মেয়র ও কাউন্সিলর প্রর্থীরা প্রচারণায় মাঠে নেমেছেন।
নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম (মোবাইল ফোন)। এছাড়া নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী জানান, যেখানেই যাচ্ছি ভোটারদের ব্যাপক সাঁড়া পাচ্ছি। কারণ গত ৫ বছরে পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছি। যার সুফল পৌরবাসী ভোগ করছেন। এখনও অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পৌরবাসী আবারও নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।
বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন, পৌরসভার এখনও অনেক সমস্যা রয়েছে। মানুষ উন্নয়ন বঞ্চিত। তারা পরিবর্তন চান। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি নির্বাচিত হলে বড়লেখাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবো।
স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলাম জানান, মোবাইলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দলমত নির্বিশেষে মানুষজন আমার জন্য কাজ করছেন। আমি প্রার্থী হওয়ায় সাধারণ মানুষ খুবই উচ্ছ্বসিত। নির্বাচিত হলে বড়লেখা পৌরসভার যত সমস্যা রয়েছে তা চিহ্নিত করে সংশ্লিষ্টদের পরামর্শ নিয়ে সেগুলো দ্রুত সমাধানের ব্যবস্থা নিব।
উপজেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার হলেন ৭ হাজার ৯২০ জন। নয়টি সাধারণ ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডের ভোট গ্রহণের জন্যে ১০ টি ভোটকেন্দ্র এবং ৪৩টি ভোটকক্ষ রয়েছে।