পৌরসভা নির্বাচন
বড়লেখায় কাল অনুষ্ঠিত হচ্ছে ইভিএমে ‘মক ভোট’

Published: 25 December 2020

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : প্রথম ধাপের পৌরসভা নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখায় ভোট নেয়া হবে আগামী সোমবার (২৮ ডিসেম্বর)।

তবে এর আগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুশীলনমূলক (মক) ভোট অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার (২৬ ডিসেম্বর)। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে পৌরসভার ১০টি ভোটকেন্দ্রে অনুশীলনমূলক (মক) ভোট আয়োজন করা হয়েছে। এ জন্য শুক্রবার (২৫ ডিসেম্বর) বড়লেখা পৌরসভার বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ইভিএমের মাধ্যমে ভোট প্রদানে উৎসাহ এবং প্রশিক্ষণ দিতে গত কয়েকদিন নানাবিধ প্রচার ও প্রদর্শনী করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ভোটারদের প্রশিক্ষণ দিতেই অনুশীলনমূলক (মক) ভোট উদ্যোগ নেওয়া হয়েছে। এই অনুশীলনের মাধ্যমে ভোটারদের ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সঙ্গে পরিচয় করে দেয়া হবে। কীভাবে ইভিএমে ভোট দেয়া যায়, তা শিখতে পারবেন ভোটাররা।

বড়লেখা পৌরসভার ভোটকেন্দ্রগুলো হলো গাজিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়লেখা সরকারি কলেজ, ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়লেখা মুহাম্মদিয়া আলিয়া ফাজিল মাদ্রাসা, বড়লেখা মডেল স্কুল, নারী শিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়, সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাথারিয়া ছোটলিখা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, হিনাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।

বড়লেখা পৌরসভায় মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও নারী ভোটার হচ্ছেন ৭ হাজার ৯২০ জন। পৌরসভার ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। ভোট কক্ষের (বুথের) সংখ্যা ৪৩টি।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘ভোটারদের সচেতন ও ইভিএমে অভ্যস্ত করতে অনুশীলন (মক) ভোটিং এর আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে সকল কেন্দ্রে মক ভোট অনুষ্ঠিত হবে। এজন্য শুক্রবার পৌর এলাকায় মাইকিং করিয়েছি। এর আগে ইভিএমের বিষয়ে ভোটারদের সচেতন করতে কয়েক দফা প্রচারণা চালানো হয়।’