গৃহবধূকে পিটিয়ে হত্যা

Published: 26 December 2020

বিশেষ সংবাদদাতা : মাগুরার মহম্মদপুর উপজেলায় বিয়ের চার মাস পর যৌতুকের কারণে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী। নিহত গৃহবধূর নাম মনিরা খাতুন (২০)। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনিরা খাতুন একই উপজেলার দাতিয়াদহ গ্রামে আরিফ মোল্যার মেয়ে।

এদিকে এ ঘটনার পর থেকে ঘাতক স্বামী মুন্সী জিয়ারুল ও তার পরিবারের সদস্যরা পালিয়েছেন।

নিহতের বাবা আরিফ মোল্যা জানান, গত চার মাস আগে তাদের বিবাহ হয়। বিবাহের কিছু দিন পরেই ১০ হাজার টাকা জিয়ারুলকে যৌতুক দেয়া হয়। এর পর কিছু দিন পরে জামাই আরও ৩০ হাজার টাকা দাবি করে।

গত এক মাস আগেও মনিরাকে যৌতুক দাবি করে ব্যাপক মারধর করে জিয়ারুল।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস বলেন, মনিরা তার স্বামীর লাঠির আঘাতে নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে।