মারা গেছেন জর্জ ব্লেক

Published: 26 December 2020

বিশেষ সংবাদদাতা : সাবেক এমআই৬ কর্মকর্তা জর্জ ব্লেক মৃত্যুবরণ করেছেন। স্লায়ুযুদ্ধ চলাকালীন সবথেকে আলোচিত ডবল এজেন্টদের একজন ছিলেন তিনি।

রাশিয়ার গণমাধ্যম ৯৮ বছর বয়সে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি দীর্ঘ ৯ বছর ধরে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের কাছে তথ্য পাচার করে গেছেন। তার কারণে এমআই৬কে হারাতে হয়েছিল অন্তত ৪০ জন এজেন্টকে। মূলত পূর্ব ইউরোপে চলমান মিশনগুলো সম্পর্কে তথ্য পাচার করতেন তিনি।

বিবিসি জানিয়েছে, তার এই প্রতারণার জন্য তাকে কারাদণ্ড দেয়া হয় ১৯৬০ সালে। তবে ১৯৬৬ সালেই তিনি জেল থেকে পালিয়ে রাশিয়া চলে যান।

তার মৃত্যুর পর রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা দপ্তর বলেছে, আমাদের দেশের জন্য ব্লেকের ছিল সত্যিকারের ভালবাসা।

দুর্ধষ্য এই গুপ্তচরের জন্ম ১৯২২ সালের ১১ নভেম্বর। তার বাবা ছিলেন একজন স্প্যানিশ ইহুদি। তিনি প্রথম বিশ্বযুদ্ধে বৃটিশদের সঙ্গে যুদ্ধ করেছেন। এরপর তাকে বৃটেনের নাগরিকত্ব দেয়া হয়। ব্লেক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃটিশ গোয়েন্দা বাহিনীতে যোগ দেন। ১৯৯০ সালে ব্লেক বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি অন্তত ৫০০ পশ্চিমা গোয়েন্দাকে হার মানিয়েছিলেন। তবে তার কারণে ৪২ গোয়েন্দার মৃত্যুর বিষয়টি তিনি অস্বীকার করেন।