সান্তার জন্য করোনা টিকা: জবাব দিলেন ফাইজারের সিইও

Published: 26 December 2020

পোস্ট ডেস্ক : মার্কিন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ফাইজার করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধী টিকা তৈরি করেছে শোনার পর, ছয় বছর বয়সী ক্যালাম থর্নহিল প্রতিষ্ঠানটির কাছে জরুরি একটি অনুরোধ লিখে পাঠায়।

চিঠিতে থর্নহিলের আর্জি ছিল সান্তা ক্লজকেও যেন অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হয়!

থর্নহিলের মা পাওলা লিনেহান আইরিশ ইক্স্যামিনারকে বলেন, তার ছেলে নভেম্বরের শুরুতে স্কুলে যাওয়ার পথে গাড়ির রেডিওতে টিকা তৈরির কথাটা শোনে। সেদিন বাসায় ফিরেই সে ফাইজারকে টিকা তৈরির জন্য অভিনন্দন জানিয়ে চিঠি লিখে।

থর্নহিলের তার চিঠিতে লিখেছিল, “প্রিয় ফাইজার, আমি শুনেছি আপনারা করোনাভাইরাসের জন্য নতুন একটি টিকা তৈরি করেছেন। ভালো কাজ। আপনারা কি কিছু টিকা উত্তর মেরুতে পাঠাতে পারবেন, যেখানে সান্তা ও তার এলভরা (পরী) থাকে, প্লিজ?”

আইরিশ এক্স্যামিনার নামে আয়ারল্যান্ডের একটি সংবাদ মাধ্যম বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, কয়েক সপ্তাহ পর, খোদ ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা এলবার্ট বৌরলার কাছ থেকে চিঠির জবাব পায় থর্নহিল।

ক্যালামকে পাল্টা চিঠিতে তিনি লিখেন, ‘আমি তোমাকে জানাতে চাই যে, আমরা বিশ্বজুড়ে মানুষের মধ্যে আশা জাগানোয় সহায়তা করতে যা যা সম্ভব সব করছি। আর আমরা নিশ্চিতভাবেই সান্তা ও তার এলভদেরও প্রয়োজনটিও দেখবো।’

লিংকডইন-এ চিঠিটি নিয়ে বৌরলা নিজে লিখেছেন, ‘শিশুদের কাছ থেকে এই ধরণের সহানুভূতি ও আশা মাখা চিঠিই আমাদের মনে করিয়ে দেয়, আমরা প্রতিদিন যে কাজ করি, তা কেন গুরুত্বপূর্ণ।’

গত সোমবার ফাইজার ও জার্মান বায়োটেকনোলজি প্রতিষ্ঠান বায়নটেকের যৌথভাবে তৈরি টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। আগামী সপ্তাহে টিকাটির প্রথম ব্যাচ পাওয়ার প্রত্যাশা করছে ইইউ’র সদস্য রাষ্ট্রগুলো।

করোনার দ্বিতীয় প্রবাহ নিয়ন্ত্রণে হিমশিম খেতে থাকা ইউরোপিয়ান নেতাদের জন্য এটা ব্যাপক স্বস্তির খবর।