২০২০ কেড়ে নিল ১৪ কৃতী বাঙালিকে

Published: 27 December 2020

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা : প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়মৃত্যু সে বড় নির্মম।

ধনী-দারিদ্র, বিখ্যাত-অখ্যাত কাউকে রেহাই দেয়না সে। কিন্তু একটি বছরে ১৪জন কৃতী বাঙালির নিষ্ক্রমণ! এমন বিয়োগ দেখেনি এপার বাংলা। কেউ গেছেন মারাত্মক করোনায়, কেউ আবার বার্ধক্যজনিত কারণে। কিন্তু, এই ২০২০তে বিখ্যাত বাঙালিদের মৃত্যুমিছিল অবিশ্রান্ত ভাবে চলেছে। সত্যিই ২০২০ এক অভিশপ্ত বছর। এই বছরে দুই প্রবাদপ্রতিম ব্যক্তিত্বকে হারিয়েছে বাঙালি। ভারতরত্ন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং অপু অথবা ফেলুদা কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে।

চলে গেছেন দুই রাজনীতিক শ্যামল চক্রবর্তী ও সোমেন মিত্র। বাঙালির ফুটবল আইকন পদ্মশ্রী প্রদীপ বন্দোপাধ্যায় ও চুনী গোস্বামীও চলে গেলেন এই ২০২০ তেই। অকালে চলে গেলেন অভিনেতা তাপস পাল। প্রয়াত হয়েছেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ও। শতায়ু আমলাশঙ্কর গেলেন বছরের শেষদিকে। পরিচালক বাসু চট্টোপাধ্যায়, সাহিত্যিক সুধীর চক্রবর্তী, কবি অলোকরঞ্জন দাসগুপ্ত, বাচিক শিল্পী প্রদীপ ঘোষ, অনুবাদ সাহিত্যিক মানবেন্দ্র বন্দোপাধ্যায় তাঁরই অনুসারী হলেন। ডিজাইনার শর্বরী দত্তও মারা গেছেন এই বছর। এক বছরে এত কৃতী বাঙালির চলে যাওয়া এর আগে আর ঘটেনি।