শায়েস্তাগঞ্জে রাত পোহালেই পৌর নির্বাচন

Published: 27 December 2020

পোস্ট ডেস্ক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভায় কাল ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৬ প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন। তবে নির্বাচনে মূলত ত্রিমূখি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। স্থানীয়রা বলছেন ৬ প্রার্থী প্রতিদ্বদ্বিতা করলেও লড়াই হবে আওয়ামী লীগ প্রার্থী মাসুদুজ্জামান মাসুক, বিএনপি প্রার্থী সাবেক মেয়র ফরিদ আহমেদ অলি এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মো. ছলেক মিয়ার মধ্যে।


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রথম শ্রেণির এ পৌরসভার আয়তন ১০ দশমিক ৪০ বর্গকিলোমিটার। মোট ভোটার ১৭ হাজার ৯৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৮৩৫ জন এবং নারী ভোটার ৯ হাজার ১২৬ জন। ৯টি কেন্দ্রের ৪৬টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে।
নির্বাচনে প্রতিদ্ব›িদ্ধতা করছেন মেয়র পদে ৬ জন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদউজ্জামান মাসুক (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী অলিউর রহমান অলি (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মো. ছালেক মিয়া (নারকেল গাছ), ফজল উদ্দিন তালুকদার (চামচ) ও আবুল কাশেম শিবলু (জগ) এবং স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল ইসলাম শীতল (মোবাইল ফোন)। এছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন।
মেয়র পদে আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থী নিয়ে বেকায়দায় রয়েছেন দলীয় প্রার্থী মাসুদউজ্জামান মাসুক। বিশেষ করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র ছালেক মিয়াকে নিয়ে চিন্তিত নৌকার এই প্রার্থী। তবে বিএনপির প্রার্থী অলি অনেকটা নির্ভার। এমনিতে তার রয়েছে তুমুল জনপ্রিয়তা।
ভোটাররা বলছেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী মাসুদউজ্জামান মাসুকের সঙ্গে মূলত হাড্ডাহাড্ডি লড়াই হবে বর্তমান মেয়র ছালেক মিয়ার। তবে বাকি দুই প্রার্থী উপজেলা যুবলীগের আহŸায়ক ফজল উদ্দিন তালুকদার ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম শিবলু তেমন প্রভাব না ফেললেও ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেবেন নৌকার প্রার্থীর। এ সুযোগ কাজে লাগিয়ে আওয়ামী লীগের দুর্গে বেশ শক্তিশালী আঘাতই হানতে চান বিএনপির প্রার্থী। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ইমদাদুল ইসলামকে নিয়ে প্রতিদ্ব›িদ্ধ প্রার্থীদের তেমন মাথাব্যথা নেই, ভোটারদের মধ্যেও নেই খুব একটা আলোচনা।
শায়েস্তাগঞ্জ পৌরবাসীর পরিসংখ্যান বলছে হাড্ডাহাড্ডি লড়াই হবে তিন প্রার্থীর। এরা হলেন, আওয়ামী লীগের মাসুদুজ্জামান মাসুক, বিএনপির অলিউর রহমান অলি এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছালেক মিয়া। অবশ্য এর একাধিক কারণও রয়েছে। তিনজনই এর আগে শায়েস্তাগঞ্জে মেয়র ও কাউন্সিলর হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছেন। এছাড়া মাসুদুজ্জামান মাসুক আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আর অলি পেয়েছেন বিএনপির দলীয় মনোনয়ন। সেক্ষেত্রে এই দুই প্রার্থীর ভোট ব্যাংক হিসেবে কাজ করবে দলীয় ভোটার। অন্যদিকে বর্তমান মেয়র হওয়ায় ছালেক মিয়াও ভোটের মাঠে ওই দুই প্রার্থীর মতোই লড়াই করবেন। এছাড়া তার নিজেরও রয়েছে বিশাল ভোট ব্যাংক।
এদিকে, শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রার্থীরা কনকনে শীত-কুয়াশা উপেক্ষা করে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ছুটে যাচ্ছেন ভোটারের বাড়ি বাড়ি। চাইছেন ভোট, দোয়া, সহযোগিতা ও পরামর্শ। নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যেও বিরাজ করছে উৎসবের আমেজ। জাতীয় সংসদ বা উপজেলা নির্বাচনে ভোটারদের তেমন আগ্রহ দেখা না গেলেও পৌরসভা নির্বাচনের চিত্র ভিন্ন। স্থানীয় নির্বাচন হওয়ায় এ নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ বেশি।
পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অলিগলি ছেয়ে গেছে নির্বাচনী পোস্টার-ব্যানারে। বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত চলছে মাইক দিয়ে প্রচার। প্রার্থী ও কর্মী-সমর্থকরা প্রচারপত্র নিয়ে ঘুরছেন বাড়ি বাড়ি। যাচ্ছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে।