আইসিসির দশক সেরা দলে সাকিব
পোস্ট ডেস্ক : মাঝেমধ্যেই দশক সেরা একাদশ গঠনে মেতে ওঠেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে আইসিসি পর্যন্ত।
আর দশক সেরা দল গঠন হলে তাতে সাকিবের নাম থাকবে না- এমন হতেই পারে না। আজ তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আলাদা আলাদাভাবে তিনটি দশকসেরা একাদশ নির্বাচন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে একটিমাত্র একাদশে নাম আছে বিশ্বসেরা অল-রাউন্ডারের।
বাংলাদেশের এই পোস্টারবয় আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশে আছেন। তবে টেস্ট ও টি-টোয়েন্টির দশকসেরা একাদশে অবশ্য জায়গা পাননি। আজ মেয়েদের ওয়ানডে ও টি-টোয়েন্টির দশকের সেরা দলও দিয়েছে আইসিসি। ছেলে-মেয়ে মিলিয়ে পাঁচটি দলের ৫৫টি নামের মাঝে সাকিবই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। টেস্ট দলের নেতৃত্বে আছেন বিরাট কোহলি আর ওয়ানডে-টি-টোয়েন্টির নেতা মহেন্দ্র সিং ধোনি।
দশক সেরা ওয়ানডে দল : রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি-অধিনায়ক-উইকেটকিপার (ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।
দশক সেরা টেস্ট দল : অ্যালিস্টার কুক (ইংল্যান্ড), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), বিরাট কোহলি-অধিনায়ক (ভারত), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), কুমার সাঙ্গাকারা-উইকেটকিপার (শ্রীলঙ্কা), বেন স্টোকস (ইংল্যান্ড), রবিচন্দ্রন অশ্বিন (ভারত), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) ও জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।
দশক সেরা টি-টোয়েন্টি দল : রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), মহেন্দ্র সিং ধোনি-অধিনায়ক-উইকেটকিপার (ভারত), কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), রশিদ খান (আফগানিস্তান), যশপ্রীত বুমরা (ভারত) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।