পৌরসভা নির্বাচন
জগন্নাথপুরে ইভিএমে ভোট নিয়ে দুশ্চিন্তায় ভোটার

Published: 28 December 2020

মোঃ আলী হোসেন খান : জগন্নাথপুর পৌরসভার নির্বাচন আগামী ১৬ জানুয়ারি।

প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে জগন্নাথপুর পৌরসভায়। প্রথম ধাপে নতুন এ ভোটদান পদ্ধতি নিয়ে দুশ্চিন্তায় প্রবীণ ও স্বল্প শিক্ষিত ভোটাররা। ভোটের দিন ঘনিয়ে এলেও ইভিএম পদ্ধতিতে ভোটদানের কোনো প্রশিক্ষণ না দেয়ায় সাধারণ ভোটাররা বিব্রত। তবে স্থানীয় প্রশাসন বলছে, ভোটের আগে দেয়া হবে প্রশিক্ষণ।

তবে শেষ মুহূর্তেও ভোটারের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা।

নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি ১৬ জানুয়ারি হবে নির্বাচন । প্রথম ধাপে নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ইভিএম পদ্ধতিতে। যা সম্পর্কে একেবারেই অনভিজ্ঞ স্থানীয় ভোটাররা। নতুন ভোটদান পদ্ধতি নিয়ে অনিশ্চিত বোধ করছেন স্থানীয়রা। এদিকে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, চালাচ্ছেন প্রচারণা।

পৌর এলাকার বাসিন্দা অনেক ভোটার বলেন, আগে আমরা ব্যালটে সিল দিয়ে ভোট দিয়েছি। এখন কিভাবে দিতে হবে জানি না। কেউ শিখিয়েও দেয়নি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারব কিনা এ নিয়ে দুশ্চিন্তায় আছি।

পৌর এলাকার বাসিন্দা জিলু মিয়া জানান, তরুণ প্রজন্ম ইভিএম এ ভোট দিতে পারলেও বৃদ্ধ নারী পুরুষ ভোটাররা বিষয়টি বুঝবে না। মাত্র কয়েক দিন পর ভোট কিন্তু এখনও কেউ কোনো প্রশিক্ষণ দেয়নি।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমান বলেন, ভোটের আগে ১৪ জানুয়ারি কেন্দ্রতে ইভিএম সম্পর্কে ভোটারদের মাঝে ধারণা দেয়া হবে, ভোটারদের প্রশিক্ষণ দেয়া হবে। নির্বাচন নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জগন্নাথপুর পৌরসভায় ২৮ হাজার ৬৪২ জন ভোটার রয়েছে।

এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩৯২ জন, নারী ভোটার ১৪হাজার ২৫০ জন।