ভারতে ব্রিটেনফেরত ৬ জনের দেহে নতুন বৈশিষ্ট্যের করোনা

Published: 29 December 2020

পোস্ট ডেস্ক : যুক্তরাজ্য থেকে সম্প্রতি ভারতে ফিরে আসা ছয়জনের শরীরে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আক্রান্ত হিসেবে শনাক্ত ছয়জনই আইসোলেশনে রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সঙ্গে বিমানে আসা অন্যদেরও শনাক্ত করা গেছে। যারাই তাদের সংস্পর্শে গেছেন, সবাইকে কোয়ারেন্টিনে রাখা আছে।

এ বছরের ডিসেম্বরের শেষ পর্যন্ত ব্রিটেনের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ রেখেছে ভারত। কিন্তু গত নভেম্বরের শেষের দিকেই প্রায় ৩৩ হাজার যাত্রী যুক্তরাজ্য থেখে ভারতে এসেছেন।

ব্রিটেন ফেরত ১১৪ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। তাদের নমুনা নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের সঙ্গে মেলানো হয়েছে।

এদিকে মঙ্গলবার ভারতে ১৬ হাজার চারশ ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এতে করে সে দেশে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি দুই লাখ ২৪ হাজার সাতশ ৯৭ জন এবং মারা গেছে এক লাখ ৪৮ হাজার একশ ৯০ জন।