জগন্নাথপুরে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে।
উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের হলদিপুর গ্রামের কালাই মিয়ার ছেলে আবুল হোসেন।
পুলিশ জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার (এ এসআই) মনির হোসাইন তালুকদার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এ এসআই ভোলানাথ এর সহায়তায় সিলেটের মৌলভী বাজারের বড়লেখা এলাকা থেকে আদালত কর্তৃক চেক ডিজঅনার মামলার একবছরের সাজাপ্রাপ্ত ও ১২ লাখ ১৫ হাজার ৯৮৪ টাকা অর্থদণ্ডিত আসামি আবুল হোসেনকে গ্রেফতার করা হয়।
জগন্নাথপুর থানার এ এসআই মনির হোসাইন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।