বড়লেখায় মেয়র ও ৪ কাউন্সিলর প্রার্থী জামানত হারালেন

Published: 29 December 2020

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত মেয়রপ্রার্থী ও ৪ জন সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী জামানত হারালেন। সোমবার ইভিএমে অনুষ্ঠিত নির্বাচনে জামানত ফেরত পাওয়ার মতো ভোটই তারা পাননি।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৫৪৪৩। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে সর্বমোট ভোট সংগৃহীত হয় ৯৬৭৬টি। জামানত বাজেয়াপ্ত ঠেকাতে যেকোন প্রার্থীকে সংগৃহীত ভোটের ৮ ভাগ ভোট পেতে হয়। বিএনপি মনোনিত মেয়রপ্রার্থী আনোয়ারুল ইসলামকে জামানত রক্ষায় ১২০৯টির বেশি ভোট পেতে হতো। কিন্তু তিনি ভোট পান মাত্র ৫৯৪টি।

এদিকে পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলরপ্রার্থী শামীম উদ্দিন জামানত ঠেকাতে ৮৮ ভোট পাওয়ার কথা। কিন্তু তিনি পেয়েছেন মাত্র ৪৪ ভোট। ৪ নং ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী ডালিম প্রতীক নিয়ে ১৪৬ ভোটের স্থলে মাত্র পেয়েছেন মাত্র ৬৮টি। ১ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী ফারহানা বেগম ও ২ নং ওয়ার্ডে শাফিয়া বেগম জামানত হারিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার মো. সাদিকুর রহমান জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মোট সংগৃহীত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট কোন প্রার্থী না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। বড়লেখা পৌরসভা নির্বাচনে একজন মেয়রপ্রার্থী ও ৪ জন কাউন্সিলর প্রার্থী জামানত হারাবেন।