যুক্তরাজ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কনফারেন্স অনুষ্ঠিত
বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের মাটি ইসলামের জন্য বড়ই উর্বর।
যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশের মানুষ কে বাতিলের মোকাবিলার জন্য প্রস্তুত করতে হবে।আমার সোনালী স্বপ্ন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কে প্রতিষ্ঠা করা।আজ বহুমুখী ষড়যন্ত্র চলছে।কোন ষড়যন্ত্রই হকের পথ থেকে আমাকে দূরে ঠেলে দিতে হবে না। দ্বীন ও ইসলামের জন্য যে কোন ত্যাগ শিকার করতে আমি প্রস্তুত রয়েছি। দ্বীন কে বিজয়ী করার জন্য আমৃত্যু কাজ করে যাব। তিনি আরো বলেছেন, সময় উপযোগী কাজ ও কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিসের তৎপরতা কে আরো বেগবান ও মজবুত করতে হবে। বৃহত্তর ঐক্যের জন্য ত্যাগের মন মানসিকতা নিজেদের মধ্যে তৈরি করতে হবে।তিনি গত ২৭ ডিসেম্বর রবিবার বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা আয়োজিত দায়িত্বশীল ও জনশক্তিদের ভার্চুুয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ভার্চুুয়াল কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদ সদস্য শায়খ মাওলানা আব্দুল জলিল, শায়খুল হাদীস মুফতি আব্দুর রহমান,মাওলানা ইমাম ফরিদ আহমদ খান,হাফিজ জালাল উদ্দিন, মুুফতি হাবিব নূহ, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা ফয়েজ আহমদ,যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম, হাফিজ মাওলানা ইকবাল হোসাইন, হাফিজ মাওলানা সালেহ আহমদ, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, সহ সেক্রেটারি ব্যারিস্টার মাওলানা বদরুল হক, মাওলানা নাজিম উদ্দীন,মাওলানা মুসলেহ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সৈয়দ মশহুদ হুসেন ।প্রবাসী বিভিন্ন শাখা পক্ষ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রাখেন কাতার শাখার সেক্রেটারি মাওলানা মুশাহিদুর রহমান, রিয়াদ শাখার সেক্রেটারি মাওলানা নাজমুল আলম, জেদ্দা শাখার সভাপতি মাওলানা জামাল সাত্তার,সেক্রেটারি হাফিজ আখতার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুর রউফ, স্পেন শাখার সভাপতি হাফিজ মাওলানা আব্দুল কাদির আল মাহদী, সেক্রেটারি মাওলানা আজিমুল ইসলাম সেলিম, কুয়েত শাখার সেক্রেটারি নজরুল ইসলাম, মালয়শিয়া শাখার সেক্রেটারি মাওলানা শাহ নূরুল আমীন আলেক, আমেরিকা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলাম খান শাহীন, দুবাই শাখার মাওলানা সাইফুল ইসলাম এহিয়া,ফ্রান্স শাখার মাওলানা মতিউর রহমান, গ্রীস শাখার হাফিজ আব্দুল্লাহ সুহাইল।যুক্তরাজ্যের বিভিন্ন শাখা থেকে বক্তব্য রাখেন লিডস শাখার সেক্রেটারি মাওলানা ছাদিকুর রহমান, লন্ডন মহানগর শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আল আমিন, ব্রাডফোর্ড শাখার সেক্রেটারি ক্বারী মাওলানা আব্দুল জলিল,বার্মিংহাম শাখার সেক্রেটারি হাফিজ মাওলানা সৈয়দ শিহাব উদ্দিন,ছারে শাখার সভাপতি আলহাজ্ব ফজল উদ্দিন, ওল্ডহ্যাম শাখার মাওলানা বুরহান উদ্দিন বাহার, মিডল্যান্ড শাখার সহ সভাপতি মাওলানা আহমদ হোসাইন, কার্ডিফ শাখার আলহাজ্ব সুহাইল আহমদ, প্রমূখ ।এছাড়াও কনফারেন্সে উপস্থিত ছিলেন সংগঠনের প্রবীণ নেতা মাওলানা খালিদ আহমদ, সাবেক মেম্বার মাওলানা আব্দুল আজিজ,মাওলানা এনামুল হক, যুক্তরাজ্য শাখার সহকারী বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, বার্মিংহাম শাখার সহ সভাপতি মুহাদ্দীস মাওলানা নূরুল ইসলাম, হাফিজ মনসুর আহমদ রাজা, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা সিরাজুল ইসলাম, লন্ডন মহানগর শাখার সহ সভাপতি মাওলানা শামছুল হুদা, সহ সেক্রেটারি মুফতি সালাতুর রহমান মাহবুব,মাওলানা ফখরুল ইসলাম, লিডস শাখার মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা ফয়জুল হাসান চৌধুরী,নুর আলী, লন্ডন মহানগর শাখার সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান সিরাজ, টাওয়ার হ্যামলেটস শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন খান, সহ সভাপতি আলহাজ্ব বুলু মিয়া, প্রমূখ। কনফারেন্স পবিত্র কোরআনে কারীম থেকে তিলাওয়াত করেন লন্ডন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা নোমান আহমদ হামিদী ।
পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক (হাফিজাহুল্লাহ) ।
ভার্চুয়াল কনফারেন্সে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কাতার, রিয়াদ, জেদ্দা, স্পেন, ফ্রান্স, গ্রীস, মালয়শিয়া,কুয়েত,দুবাই সহ প্রবাসী বিভিন্ন শাখার শতাধিক দায়িত্বশীল বৃন্দ অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি