মাধ্যমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

Published: 29 December 2020

বিশেষ সংবাদদাতা : সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার এ ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন (পিএসসি)। এতে ২১৫৫ জনকে নিয়োগ দিতে সাময়িকভাবে মনোনীত করা হয়েছে।

জানা গেছে, সর্বশেষ ২০১১ সালে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে বিসিএসের নন-ক্যাডার থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছিল। তবে বিসিএস নন-ক্যাডার থেকে স্কুলগুলোর জন্য বিষয়ভিত্তিক পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাচ্ছিল না। এ ছাড়া বিসিএসের নন-ক্যাডার থেকে যারা শিক্ষক পদে নিয়োগ পেয়ে আসেন, তাদের বেশিরভাগই পরে অন্য চাকরিতে চলে যান। এতে বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট থেকেই যায়।

পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ফল দেখতে ক্লিক করুন –