হেতিমগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ৪

Published: 30 December 2020

সিলেট অফিস : গোলাপগঞ্জের হেতিমগঞ্জে ট্রাকের সাথে মাইক্রোবাসের ধাক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।

আজ বুধবার ভোরে সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে পশ্চিমবাজার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে তিনজন মাইক্রোবাসের যাত্রী। অপরজন পথচারী শিশু।

সিলেটের গোলাপগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- জেলার বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের বারইগ্রামের মৃত কুনু মিয়ার ছেলে রাজন আহমদ (২২), একই গ্রামের আব্দুল জলিলের ছেলে ও দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের চালক সুনাম আহমদ (২৬) এবং গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের মঞ্জু মিয়ার শিশু পুত্র হাসান আহমদ (৭)।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ভোরে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে একটি পণ্যবাহী ট্রাককে পেছন দিকে সজোরে ধাক্কা দেয় যাত্রীবাহী একটি মাইক্রোবাস। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান ৪ জন। মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশ্ববর্তী কলোনিতে গিয়ে পড়লে শিশু হাসান মারা যায়। দুর্ঘটনার পরপর স্থানীয়রা ৯৯৯ এ কল দেন। খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে থাকা গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক হেলাল উদ্দিন দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ৪ জনের মধ্যে রাজন, সুনাম ও শিশু হাসানের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। অন্য একজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার পরিবার লাশ শনাক্ত করতে ওসমানী হাসপাতালে গেছেন।