জগন্নাথপুরে বিস্ফোরকসহ যুবক গ্রেফতার
জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুবাজপুর নোয়াপাড়া থেকে রুকন উদ্দিন (৩৫) নামক এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে র্যাব। এসম র্যাব তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ২ লাখ ৩ হাজার ভারতীয় পাতার বিড়ি ও ৫০ হাজার পটকা বিস্ফোরক উদ্ধার করেছে। রুকন ওই এলাকার মৃত কাঁচা মিয়ার ছেলে।
বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে জগন্নাথপুর থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলমের নেতৃত্বে র্যাব এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, পটকা বিস্ফোরক ও পাতার বিড়িসহ চোরাকারবারি রুকন উদ্দিনকে গ্রেফতার করে র্যাব।