পরিণীতি এবার গুপ্তচরের ভূমিকায়
পোস্ট ডেস্ক : পরিণীতি চোপড়া ২০১৯ সালে ঋভু দাশগুপ্তর ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এ অভিনয় করেন । করোনার কারণে ছবিটির মুক্তি পিছিয়েছে। জানা গেছে, একই পরিচালকের পরবর্তী ছবিতেও অভিনয় করবেন পরিণীতি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই ছবির ঘোষণা দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, নাম চূড়ান্ত না হওয়া এই ছবির দৃশ্যধারণ শুরু হবে মার্চ মাসে।
জানা গেছে, রিলায়েন্স এন্টারটেনমেন্ট প্রযোজিত এই অ্যাকশন থ্রিলারের বিষয়বস্তু নিয়ে নির্মিত এই ছবিতে পরিণীতি একজন নারী গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন।
নারীকেন্দ্রিক এই ছবিতে আরও অভিনয় করেছেন কে কে মেনন, রজিত কাপুর, দিব্যেন্দু ভট্টাচার্য প্রমুখ। এদিকে, পরিণীতি এখন ব্যস্ত তার পরবর্তী ছবি ব্যাডমিন্টন তারকা সাইনা নেওয়ালের বায়োপিক নিয়ে।
সম্প্রতি প্রকাশ হয়েছে সেই ছবিতে পরিণীতির লুক, যা দেখে বিস্মিত হয়েছেন স্বয়ং সাইনা নেওয়াল। তিনি তার ওয়ালে রিটুইট করে ক্যাপশনে লিখেছেন, ‘অবিকল আমার মতো’।