দেশের বিভিন্ন সীমান্তে এক মাসে ৮৮ কোটি টাকার চোরাচালান জব্দ

Published: 1 January 2021

পোস্ট ডেস্ক : দেশের বিভিন্ন সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে গত এক মাসে ৮৮ কোটি ২৪ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, ডিসেম্বর মাসে জব্দকৃত চোরাচালানের মধ্যে ইয়াবার সংখ্যাই বেশি। এ মাসে বিজিবি ১০ লাখ ২৬ হাজার ৬১০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। আর ফেনসিডিল উদ্ধার করেছে ৭০ হাজার ১৩ পিস। এ ছাড়া ২১ হাজার ৭৪৭ বোতল বিদেশি মদ, ১৪০৮ ক্যান বিয়ার, ১৪২৩ কেজি গাঁজা, ৬ কেজি ২ গ্রাম হেরোইন, ১১ হাজার ৯৮টি উত্তেজক ইনজেকশন, ১৮ হাজার ৪৮৫টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ১২ লাখ ৬৯ হাজার ২৬৫টি অন্যান্য ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি জানান, জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ১২ কেজি ৯৭৭ গ্রাম স্বর্ণ, ১৪ কেজি ৩৪৪ গ্রাম রুপা, ১ হাজার ৩৩টি ইমিটেশনের গহনা, ৫৪ হাজার ৩০৪টি কসমেটিক্স সামগ্রী, ৫ হাজার ৯৫৪টি শাড়ি, ৬৬৩টি থ্রিপিস/শার্টপিস, ৩ হাজার ৪৬৮টি তৈরি পোশাক, ৩৪৩ মিটার থান কাপড়, ৫ হাজার ১৯৮ ঘনফুট কাঠ, ৩ হাজার ৭৯২ কেজি চা পাতা, ২ হাজার ৬১০ কেজি কয়লা, ১টি ট্রাক, ১২টি প্রাইভেটকার, ৮টি পিকআপ, ২১টি সিএনজি/ইঞ্জিনচালিত অটোরিকশা এবং ৮৮টি মোটর সাইকেল।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ১৪টি বন্দুক এবং ৯৫৯ রাউন্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৮২ জন চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৭৩ জন বাংলাদেশি নাগরিক ও ৮ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।