অস্ট্রেলিয়ায় জাতীয় সঙ্গীতে পরিবর্তন

Published: 1 January 2021

পোস্ট ডেস্ক : জাতীয় সঙ্গীতের কথায় পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া।

দেশটির আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাসকে প্রতিফলিত করতে এই পরিবর্তন আনা হয়। এর আগে জাতীয় সঙ্গীতে দেশটির জনগোষ্ঠীকে ‘তরুন ও স্বাধীন’ বলা হত। সেটিকে পরিবর্তন করে এখন থেকে ‘আমরা সবাই এক এবং স্বাধীন’ যুক্ত করা হয়েছে। এ খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

খবরে জানানো হয়েছে, শুক্রবার থেকেই এই পরিবর্তন কার্যকরি হবে। এ নিয়ে এক ঘোষণায় দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, আমাদের এই ভূমিতে আদিকাল থেকে এই মানুষেরা বাস করে আসছেন। আমাদের ইতিহাসে ৩০০ জাতিসত্ত্বা ও ভাষাভাষীর মানুষ রয়েছে। আমাদের জাতীয় সঙ্গীতে তার প্রতিফলন হওয়া জরুরি।
আমাদের নতুন এই পদক্ষেপের মাধ্যমে সেটি বাস্তবায়ন হলো।
অস্ট্রেলিয়ায় আজ থেকে ৫০ হাজার বছর পূর্বেই মানুষের আগমন হয়েছে। তবে সেখানে প্রথম বৃটেন থেকে মানুষ যায় ১৭৮৮ সালে। এ উপলক্ষে প্রতি বছরের ২৬ জানুয়ারি ছুটি পালন করে দেশটি। বৃটিশরা প্রথমে অস্ট্রেলিয়ায় সেনা পাঠায়। এ কারণে দেশটির আদিবাসীরা এদিনকে আগ্রাসনের দিন হিসেবেই আখ্যায়িত করেন। সম্প্রতি বিশ্বজুড়ে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন শুরু হলে অস্ট্রেলিয়াতেও এই ইস্যুটি আলোচনায় আসে। এরপরই জাতীয় সঙ্গীতে পরিবর্তন নিয়ে এলো দেশটি।