যুক্তরাষ্ট্রে ৬০ শতাংশ স্বাস্থ্যকর্মীর টিকা নিতে অনীহা
পোস্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে করোনা মহামারির টিকা দেওয়া শুরু হয়েছে। তবে পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে দেশটির ৬০ শতাংশ স্বাস্থ্যকর্মী এই টিকা নিতে অনীহা প্রকাশ করেছে।
ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসের অর্ধেকের বেশি স্বাস্থ্যকর্মী বলেছেন, তারা কভিড-১৯ এর টিকা নেবেন না। এছাড়া ওহিও রাজ্যের ৬০ শতাংশ স্বাস্থ্যকর্মী ও লস অ্যাঞ্জেলসের ৪০ শতাংশ স্বাস্থ্যকর্মী টিকা নিতে তাদের অনিচ্ছার কথা জানিয়েছেন। খবর ডেইলি মেইলের
বিভিন্ন জরিপ সাইটের করোনার টিকার নানা পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা বলছেন, তাদেরকে করোনার টিকা দেওয়ার নামে গিনিপিগ বানানো হচ্ছে।
তবে ভ্যাকসিন বিশেষজ্ঞরা বলছেন, টিকা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা গুজব বিশ্বাস করে টিকা নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন।
টিকা নেওয়ার পর মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া এখন পর্যন্ত দেখা যায়নি। আলাস্কা রাজ্যে দু’জন চিকিৎসক ফাইজারের টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে একজনের অ্যালার্জির কোনো ইতিহাস না থাকলেও তিনি অ্যালার্জিতে ভুগছেন।
শুধু যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যকর্মীরাই নয়, ডাচ স্বাস্থ্যকর্মীরাও করোনার টিকা নিতে অনীহা প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, টিকা দেওয়ার নামে তাদের মৃত্যুর মুখে ফেলে দেওয়া হচ্ছে।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ১৪ শতাংশ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। তবে দেশটিতে করোনার প্রকোপ এখনো কমেনি। প্রতিদিন সেখানে প্রায় ৩ হাজার মানুষ করোনায় মারা যাচ্ছেন।