ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

Published: 3 January 2021

বিশেষ সংবাদদাতা : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাসচাপায় সিএসজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শিশুসহ তিনজন।


রোববার দুপুর ১টার দিকে উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে তিন পুরুষ, তিন নারী রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাস বিপরীতমুখী নেত্রকোনাগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ছয়জন। গুরুতর আহত এক শিশুসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ।