নাইজারে সন্ত্রাসী হামলায় নিহত প্রায় ৮০
পোস্ট ডেস্ক : নাইজারের সীমান্ত অঞ্চলের একটি গ্রামে সন্ত্রাসী হামলায় প্রায় ৮০ জন নিহত হয়েছে।
শনিবার দেশটির চোম্বাক্সগু ও জারোমদারি গ্রামে ওই হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। গ্রামদুটি প্রতিবেশি রাষ্ট্র মালির সীমান্তে অবস্থিত। ঘটনায় আরো অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে কারা এই হামলার সঙ্গে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নাইজারের এই সীমান্ত অনেক বছর ধরেই অশান্ত। এখানে আল-কায়দা ও ইসলামিক স্টেটসহ একাধিক ইসলামপন্থী জঙ্গি সংগঠন সক্রিয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
রোববার নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচি আলহাদা এক বিবৃতিতে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
দেশটির কর্মকর্তারা মনে করছেন, মালি থেকেই সন্ত্রাসীরা এসে ওই হামলা চালিয়েছে। এ নিয়ে তদন্তের জন্য সরকারের একটি দল পাঠানো হচ্ছে সেখানে। এএফপিকে স্থানীয় এক সাংবাদিক জানিয়েছে, চোম্বাক্সগুতে ৫০ জনকে এবং জারোমদারিতে আরো ৩০ জনকে হত্যা করেছে।
সহিংসতা বন্ধে ওই এলাকায় মটোরসাইকেল নিষিদ্ধ। সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার এ অংশে আল-কায়দা ও ইসলামিক স্টেটের জিহাদিরা সক্রিয় হয়ে উঠেছে। তারা নাইজার, মালি ও বুরকিনা ফাসোর সীমান্তাঞ্চলে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের হিসেবে শুধু ২০১৯ সালেই এই অঞ্চলে সহিংসতায় ৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।