ব্রিটেনে আজ শুরু হচ্ছে অক্সফোর্ডের টিকা প্রয়োগ

Published: 4 January 2021

পোস্ট ডেস্ক : আজ সোমবার থেকে ব্রিটেনে শুরু হচ্ছে অক্সফোর্ড/এস্টাজেনেকার করোনা ভাইরাসের টিকার ব্যবহার। আজ এই টিকার কমপক্ষে ৫ লাখ ডোজ প্রয়োগ করা হবে দেশটিতে।

করোনা ভাইরাস মোকাবিলার জন্য এই টিকা এর আগে অনুমোদন দেয় দেশটির নিয়ন্ত্রক সংস্থা। একে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ব্রিটেনের করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে বর্ণনা করেছেন। আশা করা হচ্ছে, এই টিকা সংক্রমণ কমিয়ে আনবে। আর যে লকডাউন বা বিধিনিষেধ দেয়া হয়েছে তা তুলে নিতে সহায়ক হবে। কিন্তু প্রধানমন্ত্রী বরিস জনসন সতর্ক করেছেন যে, স্বল্প সময়ের জন্য এই ভাইরাসের কারণে আরো কঠোর লকডাউন আসতে পারে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে আরো বলা হয়, প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইংল্যান্ডে আঞ্চলিক বিধিনিষেধ সম্ভবত আরো কঠোর করা হবে। উল্লেখ্য, নতুন এক ধরনের করোনা ভাইরাস ব্রিটেনে দ্রুত বিস্তার ঘটছে। একে নিয়ন্ত্রণে আনার জন্য লড়াই করছে ব্রিটেন। রোববার সেখানে নতুন করে কমপক্ষে ৫০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে লেবার পার্টি ইংল্যান্ডে তৃতীয়বারের মতো লকডাউন দেয়ার আহ্বান জানিয়েছে। উত্তর আয়ারল্যান্ড এবং ওয়েলস বর্তমানে তাদের নিজস্ব ধরনের লকডাউন আরোপ করেছে। পরবর্তী কি পদক্ষেপ নেয়া হবে তা বিবেচনার জন্য স্কটল্যান্ডের মন্ত্রীপরিষদের আজ বৈঠকে বসার কথা রয়েছে। অক্সফোর্ডে, লন্ডনে, সাসেক্সে, ল্যাঙ্কাশায়ার এবং ওয়ারউইকশায়ারে ৬টি হাসপাতাল ট্রাস্টে আজ অক্সফোর্ড আবিষ্কার করা টিকার ৫ লাখ ৩০ হাজার ডোজ ব্যবহার শুরু করবে।