নববর্ষে ৬০ হাজার শিশুর জন্ম দিয়ে বিশ্বরেকর্ড ভারতের

Published: 4 January 2021

পোস্ট ডেস্ক : ২০২১ সালের প্রথম দিনেই ভারতে জন্ম নিল ৬০ হাজার নবজাতক। পৃথিবীতে এটি একটি নতুন রেকর্ড।


অন্য যে কোনো দেশের তুলনায় এই সংখ্যা অনেক়টাই বেশি। ইউনিসেফের হিসাব অনুসারে ভারতের পরই জন্মের বিচারে স্থান পেয়েছে চীন। সেখানে ১ জানুয়ারি জন্ম হয়েছে ৩৬ হাজার ৬১৫ শিশুর।

ইউনিসেফের হিসাবে বলা হয়েছে– সারা বিশ্বে বছরের প্রথম দিনে জন্ম নিয়েছে ৩ লাখ ৭১ হাজার ৫০৪ শিশু।

তবে মোট নবজাতকের ৫২ শতাংশই জন্ম নিয়েছে পৃথিবীর ১০ দেশে। এই দেশগুলোর তালিকায় সবার ওপরে রয়েছে ভারত। তার পর অনেকটা পিছিয়ে রয়েছে চীন। এর পর রয়েছে নাইজেরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, আমেরিকা, কঙ্গো ও বাংলাদেশ।

বার্ষিক হিসাব উল্লেখ করে ইউনিসেফ জানিয়েছে, ২০২১ সালে ১৪ কোটি শিশুর জন্ম হতে পারে। যাদের গড় আয়ু হতে পারে ৮৪ বছর।

ইউনিসেফের কার্যনির্বাহী কর্মকর্তা হেনরিয়েটা ফোরে জানিয়েছেন, এক বছর আগেও পৃথিবী যেমন ছিল, তার থেকে অনেকটা পাল্টে যাওয়া পৃথিবীতে জন্ম নিতে চলেছে নবজাতকরা।

নতুন বছর নতুন স্বপ্ন নিয়ে আসবে। আমরা যে বিশ্ব তাদের জন্য তৈরি করব, সেই পৃথিবীতেই বাঁচবে আমাদের পরবর্তী প্রজন্ম। তাই আসুন ২০২১ সালকে আমরা আরও সুন্দর, স্বাস্থ্যকর করে গড়ে তুলি।