লন্ডন থেকে সিলেটে পৌছে কোয়ারেন্টিনে গেলেন ৪১ যাত্রী
সিলেট অফিস : যুক্তরাজ্য থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট সোমবার দুপুর ১২টার দিকে ৪৭ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রশাসনের সহযোগিতায় তাদের নির্ধারিত দুটি হোটেলে নেয়া হচ্ছে। তারা ১৪ দিন সেখানেই কোয়ারেন্টিনে থাকবেন বলে জানা গেছে।
এর মধ্যে ৪১ জন যাত্রী সিলেটে নামেন। বাকি ৬ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকায় যান।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৪১ জন যাত্রীকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রশাসনের ব্যবস্থাপনায় বিআরটিসির বাসে করে সিলেটের নির্ধারিত দুটি হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। তারা বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন।