সীমান্ত খুলতে রাজি সৌদি-কাতার

Published: 5 January 2021

পোস্ট ডেস্ক : কূটনৈতিক বিরোধের জেরে প্রায় সাড়ে তিন বছর ধরে বন্ধ থাকা সীমান্ত খুলে দিতে সম্মত হয়েছে সৌদি আরব ও কাতার। কুয়েতের এক মন্ত্রী এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার থেকে প্রায় সাড়ে তিন বছর পর কাতারের সঙ্গে সীমান্ত চালু হচ্ছে সৌদি আরবের।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ নাসের আল-সাবাহ গতকাল কুয়েত টিভি চ্যানেলকে বলেন, স্থল, আকাশ ও সমুদ্র সীমান্ত খুলে দিতে কাতারের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে সৌদি আরব।

তবে এনিয়ে সৌদি সরকারের মুখপাত্র কোন মন্তব্য করতে রাজি হন নি।

এদিকে সৌদি আরবে মঙ্গলবার পারস্য উপসাগরীয় দেশগুলোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আশা করা হচ্ছে সৌদি আরব, সংয়ুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে কাতারের দীর্ঘদিন ধরে যে দ্বন্দ্ব আসছিল তা নিরসনের পথ খুলে দেবে এই শীর্ষ সম্মেলন।

সৌদি যুবরাজ সোমবার বলেন, এই সম্মেলনের লক্ষ হচ্ছে ‘আমাদের অঞ্চলে চ্যালেঞ্জ মোকাবেলায় পুনর্মিলন এবং সংহতি’ ।

উল্লেখ্য, ২০১৭ সালের জুন মাসে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাতারের ওপর স্থল, সমুদ্র ও আকাশপথের অবরোধ আরোপ করে।