বিয়ানীবাজারে বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত আটক
সিলেট অফিস : সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ ও ডিবি পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক হয়েছে।
রাত ৮ টায় ডাকাতির প্রস্তুতিকালে বিয়ানীবাজার পৌরশহরের খাসা পল্লী বিদ্যুত অফিসের সন্নিকট থেকে পুলিশ ও ডিবি পুলিশ তাদের আটক করে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, মুড়িয়া ইউনিয়নের একটি বাড়ীতে তারা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। অভিযানকালে ১ ডাকাত পালিয়ে গেছে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ডাকাতদের সাথে নিয়ে অভিযানের উদ্দেশ্যে ঘটনাস্থলে রয়েছে। সূত্র জানায় আটক ডাকাতদের ব্যবহৃত সিএনজি অটোরিক্সা থেকে ২টি বন্দুক, একটি পিস্তল, গুলি, দাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। বিস্তারিত আসছে