প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

Published: 6 January 2021

বিশেষ সংবাদদাতা, ঢাকা : কিশোরগঞ্জের কটিয়াদীতে সৌদি প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। দ্বীন ইসলামের স্ত্রী সাবিনা আক্তার (২১) এর গলাকাটা লাশ বুধবার সকালে পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কমরভোগ গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতের কোন এক সময় সাবিনাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

জানা যায়, মঙ্গলবার রাত অনুমান সাড়ে ১১টার দিকে মা-বাবার পাশের ঘরে ঘুমাতে যায় সবিনা আক্তার। সকালে সাবিনার বাবা নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে দেখে, মেয়ের কক্ষের দরজা খোলা। মেয়ে সাধারণত সকাল ৮-৯টা পর্যন্ত ঘুমায়। কিন্তু ভোরে ঘরের দরজা খোলা দেখে তার বাবা ফুল মিয়া সাবিনাকে ডাকতে ডাকতে তার কক্ষে প্রবেশ করে। মেয়ে উপুর হয়ে শুয়ে আছে ভেবে তার পা ধরে টান দেয় বাবা।
এসময় মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎসার শুরু করে সে। তার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসে। সংবাদ পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ সাবিনার লাশের সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত সাবিনার পিতা ফুল মিয়া জানান, তার চার মেয়ের মধ্যে সাবিনা সবার ছোট। অন্য মেয়েদের একটু দূরে বিয়ে দিয়েছেন। ছোট মেয়ে সাবিনাকে তার বড় ভাইয়ের ছেলে সৌদি প্রবাসী দ্বীন ইসলামের সঙ্গে ৩ বছর পূর্বে বিয়ে দেন। বড় ভাই ও তার ঘর একই আঙ্গিনায়। তার মেয়েকে কে বা কারা হত্যা করেছে তা খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন তিনি।

নিহতের মা মদিনা বেগম বলেন, বিয়ের পর তার স্বামী বিদেশ চলে যায়। তবে কে বা কারা কিভাবে দরজা খুলেছে, তা বুঝে উঠতে পারছি না।

কটিয়াদী মডেল থানার ওসি এম.এ জলিল বলেন, নিহতের মোবাইল ফোনের সর্বশেষ কল লিস্টের তথ্য উদ্ঘাটন করলে হয়তো প্রকৃত রহস্য বের হয়ে আসবে। নিহত সাবিনা নিজেই দরজা খুলেছিল, না কি কোন দুর্বৃত্ত পূর্বে থেকে পরিকল্পিত ভাবে এ হত্যা কা- ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত অপরাধীকে সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।