করোনা পরীক্ষায় উত্তীর্ণ মেসিরা
পোস্ট ডেস্ক : দলে করোনা সংক্রমণের কারণে বার্সেলোনার সকল খেলোয়াড়দের পিসিআর টেস্ট করা হয়। যার ফল নেগেটিভ এসেছে।
আজ বুধবার রাত ২টায় লা লীগার ম্যাচে অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে মেসিরা।
মঙ্গলবার এক বিবৃতিতে বার্সা জানায়, দু’জন কোচিং স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। যেকারণে লিওনেল মেসিদের অনুশীলন স্থগিত করা হয়। একই সঙ্গে বাতিল করা হয় কোচ রোনাল্ড কোম্যানের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন।
বার্সেলোনা জানায়, বিলবাও ম্যাচের আগে সোমবার পুরো দলের করোনা পরীক্ষা করা হয়। সেখানেই কোচিং স্টাফ দু’জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। আক্রান্তদের নাম প্রকাশ করেনি কাতালান ক্লাবটি। লা লিগার প্রটোকল মেনে তাদের আইসোলেশনে পাঠানো হয়।
পুনরায় খেলোয়াড়দের করোনা টেস্ট করা হলে সবার ফল নেগেটিভ আসে।
তাই অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামতে মেসিদের কোনো বাধা থাকছে না।