ক্যারিবীয় শিবিরে করোনার হানা

Published: 8 January 2021

পোস্ট ডেস্ক :  ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোমারিও শেফার্ড করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

যার কারণে দলের সঙ্গে বাংলাদেশে আসতে পারবেন না তিনি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) নির্বাচক প্যানেল আসন্ন সিরিজের জন্য তার বিকল্প ঘোষণা করে। ওয়ানডে স্কোয়াডে শেফার্ডের জায়গা পান কিওন হার্ডিং।

বাংলাদেশ সফরের আগে কয়েক দফা করোনা টেস্ট করা হচ্ছে ক্যারিবীয় ক্রিকেটারদের। ২রা জানুয়ারি করা টেস্টে দলের সবাই নেগেটিভ আসে। কিন্তু শেফার্ডের ফলাফল পজিটিভ আসায় আইসোলেশনে রয়েছেন তিনি।
২৪ বছর বয়সী ফাস্ট বোলার কিওন হার্ডিং ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরে রিজার্ভ ক্রিকেটার ছিলেন। তিনি এখন পর্যন্ত ১৭ প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ, ২০ লিস্ট ‘এ’ ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি খেলেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে এবং লিস্ট ‘এ’ ক্রিকেটে যথাক্রমে ৫৪ ও ৩৪ উইকেট নেন এই পেসার।
১০ই জানুয়ারি বাংলাদেশে এসে কোয়ারেন্টিনে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। ২০শে জানুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের বাকি ম্যাচ দু’টি ২২ ও ২৫শে জানুয়ারি। টেস্ট ম্যাচ দু’টি শুরু হবে ৩ ও ১১ই ফেব্রুয়ারি।